ফজলে এলাহী মাকাম ঃ
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিবাদ কে সামনে রেখে জামালপুরের জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি আক্তার,জেলা স্থাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন দৈনিক আজকেজ জামালপুর এর সম্পাদক এম এ জলিল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রতিটি খাদ্য গ্রহণে খাদ্যপুষ্টিগুণ সম্পন্ন কিনা তা বিবেচনা করে খাদ্যগ্রহণ করার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ ফসল ও ফলমূল চাষাবাদ এর মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।