নিজস্ব প্রতিবেদক:
‘পরিচ্ছন্ন হাত কেনো এখনো গুরুত্বপূর্ণ? এ প্রতিপাদ্য সামনে রেখে দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে ১৫ অক্টোবর বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়। হাতধোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।
দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চর হাতিভাঙ্গা গ্রামে ভাসমান প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ইউপি সদস্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাতধোয়া দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন, এসএমসি সদস্য রাশেদুল ইসলাম,সহকারী শিক্ষক নূর ইসলাম, নৌকা ব্যবস্থাপনা কমিটির সদস্য রইচ উদ্দিন, নাজমা, ইসমতআরা প্রমুখ।
উপস্থিত শিক্ষার্থীসহ সকল সকল অংশগ্রহণকারীদের হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করানো হয়।
উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় কর্মএলাকায় হাতধোয়া অভ্যাসটি আয়ত্ব ও অনুশীলন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হয় বলে আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান।
উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার সদর, ইসলামপির ও দেওয়ানগঞ্জ উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
ক্যপশন: হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করা হয়।