রশীদুল আলম শিকদার
সানন্দবাড়ী প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন এর মাখনের চরে জোর করে জমি দখল করায় আমির হোসেন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক মৃত সামসেল হকের ওয়ারিশ গন।
সংবাদ সম্মেলনে শেখ ফরিদ বলেন,আমরা আমাদের জমিতে যাইতে চাইলে আমির হোসেন তার লোক জন নিয়ে আমাদের মারধোর করার জন্য আশে। যার কারনে কাগজ পত্র ঠিক থাকার পরেও আমরা জমির দখলে যাইতে পারছি না।
আব্দুস সালাম বলেন,ক্ষমতা দেখিয়ে আমাদের জমি দখল করে রেখেছে।আমরা নিরুপায় হয়ে আজ মিডিয়ার মাধ্যমে দেশ বাসির কাছে এর বিচার দাবী করছি।
ভুক্তভোগীরা জানায় ১একর ২৮ শতাং জমি আমির হোসেন দীর্ঘ সময় ধরে জোর করে ভোগ দখল করে আসছে।