ফজলে এলাহী মাকামঃ
জামালপুর সদর উপজেলার সকাল বাজার ও শফি মিয়ার বাজারে সয়াবিন তেল এর মূল্য বেশি রাখায় এবং এর সাথে অন্য কোন পণ্য ক্রেতা কে ক্রয় করতে বাধ্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হযেছে।
রবিবার বিকালে শহরের সকাল বাজার ও শফিমিয়ার বাজারে এ অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী।এসময় মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন বৈষম্য বিরোধী আন্দোলন এর সদস্য সানাউল্লাহ সহ স্থানীয় জনগণ।
অভিযানে বিক্রেতা ও ডিলার কে প্রমাণসাপেক্ষ ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।জানা যায.সয়াবিন তেল কোম্পানিগুলো ডিলার কে তেল দেয়ার পাশাপাশি অন্য পণ্য জোর করে ধরিয়ে দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়।এ বিষয়ে দোকানদারদের সতর্ক করে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী ।