• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ জামালপুরে ১৫ টি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিমের বুথের উদ্বোধন দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

ইউটিউবে বিশ্বের সেরা পাঁচে যমুনা টেলিভিশন

জেএম নিউজ ২৪ ডট কম ডেক্স:
বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় উঠে এসেছে সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউ বচ্যানেল।মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান সোশ্যালব্লেড-এরর্যাংকিংয়ে এচিত্র উঠে আসে।বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম। মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০লাখের বেশি সাবস্ক্রাইবার পেয়েছে যমুনা টেলিভিশন।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদ ভিত্তিক চ্যানেল আজ তাক। জন প্রিয় মার্কিন সংবাদ ভিত্তিক চ্যানেল সিএনএর অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির অবস্থান১০-এ।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪তম। পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান৪০-তম।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান২৫-তম আর ইংরেজি সংস্করণের অবস্থান৬১-তম।আলজাজিরা অ্যারাবিক আছে৪২-তম অবস্থানে। দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল৯৪-তম অবস্থানে।তালিকায় শীর্ষ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টওআছে (৫৯-তম অবস্থানে)। সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কনটেন্টেরভিউ, ফিডব্যাকও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে।

এবিষয়ে যমুনা নিউ মিডিয়াটি মেরইন চার্জ রুবেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দায়িত্বশীল তার সঙ্গে সত্যও সঠিক কনটেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।পাশাপাশি, দৈনন্দিন নিউজ কনটেন্ট ছাড়াও সংবাদ ভিত্তি কবি ভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। এক কথায় কনটেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজওক্লিক বেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করিনা।ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।’

প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমদ বলেন, ‘এই অর্জন আমাদের আর ও দায়িত্বশীল করে তুলবে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কোনো ধরনের উদ্যাযপন করছিনা।তবে আমাদের দর্শক, ফলোয়ারদের প্রতিধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ আমাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধিকরবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।