• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা বর্ন্যাঢ্য নানা আয়োজনে জামালপুরে এস এ টিভির ১৪ তম জন্মদিন পালিত জামালপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরদের মাঝে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর শুভ হালখাতা অনুষ্ঠিত

জামালপুরে করোনাভাইরাস প্রতিরোধে  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর  যৌথ অভিযান  পরিচালনা : তৎপর স্বাস্থ্য বিভাগ

 

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম এর যৌথ নিদের্শনায়   প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অভিযান চালিয়ে যাচ্ছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চিকিৎসা সেবা কেন্দ্র, ঔষুধ, খাদ্য সামগ্রী, নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, জনসমাবেশস্থল গণবিজ্ঞপ্তি জারি করে বন্ধ ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে নির্দেশনা দিয়েছে জামালপুরের জেলা প্রশাসন।জামালপুরে বুধবার পর্যন্ত ৪শ’ ৭৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে, জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেছেন, বকশীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট জনিত রোগে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা এক বৃদ্ধার নমুনা সংগ্রহ কওে আইইডিসিআর এ পাঠিয়ে স্বাস্থ্য বিভাগ।জামালপুরে বুধবার পর্যন্ত ৪শ’ ৭৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এছাড়া বুধবার সকাল থেকে প্রশাসনের নির্দেশে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরে অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খাদ্য সামগ্রী, ঔষুধ, চিকিৎসা সেবা কেন্দ্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার ব্যতিত জামালপুরের সকল সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল, সেলুন, ভ্রাম্যমাণ ফার্স্ট ফুড, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশসহ সকল জনসমাবেশস্থল পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়াও সিএনজি, অটোরিক্সা, লেগুনা ও লোকাল বাসসহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে, জনসাধারণের সুবিধার্থে খাদ্যদ্রব্যের পাইকারী বাজার সকাল ৬টা থেকে বিকার ৫টা পর্যন্ত খোলা থাকবে। জেলা প্রশাসনের এই নির্দেশনার প্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকেই পুলিশ প্রশাসন শহরের সকল দোকান-পাটসহ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।