কুড়িগ্রামের রাজিবপুর থানাধীন টাঙ্গালীয়া পাড়ায় জনৈক মোঃ শফিকুল ইসলামের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় রাত্রি ০০.৫০ ঘটিকার সময় এলাকার লোকজন আটক করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ গরু চোর ১/ মোঃ আঃ মান্নান (৪৬) পিতা মৃত হানিফ আলী সাং কাচারি পাড়া ২/ মোঃ আনিসুর রহমান (২২) পিতা আদম আলী সাং কারিগরপাড়া উভয় থানা চর রাজিবপুর জেলা কুড়িগ্রাম কে গ্রেফতার করে এবং চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধৃত চোর দ্বয় সহ পলাতক চোর বিভিন্ন মামলার আসামি ৩/ মোঃ বিপ্লব মিয়া(৩৫) পিতা মৃত দুলাল হাজী সাং টাঙ্গালিয়া পাড়া থানা চর রাজিবপুর ত্রয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।