ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে হতদরিদ্র ২০০০ পরিবার পেল যুবনেতা ফারহান আহমেদ এর ঈদ উপহার।
সোমবার বিকালের জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় হতদরিদ্র এসব পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শারীর লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র এসব মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিগত দিনে করোনা মহামারী সহ যে কোন সময় দুঃসময়ে আমি ফারহান আহমেদ আপনাদের পাশে ছিলাম আমি আগামীতেও থাকবো। মানবতার সেবায় কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। এ সময় জামালপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।