• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

এম এ রশিদ হসপিটাল জামালপুরে ‘এ নিউ জেনারেশন এন্টি আলসারেন্ট ফর এসিড রিফ্লাক্স ম্যানেজমেন্ট'” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এম.এফ.এ মাকামঃ
জামালপুরের এম এ রশীদ হসপিটালের সেমিনার কক্ষে  মংগলবার দুপুরে ‘এ নিউ জেনারেশন এন্টি আলসারেন্ট ফর এসিড রিফ্লাক্স ম্যানেজমেন্ট ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন বিশিষ্ট গ্যাস্ট্রএন্টারোলজিস্ট ও জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো: মঞ্জুরুল হক, MD, (Gastroenterology) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন অধ্যাপক ডা. এ এস এম ইকবাল হোসেন চৌধুরী, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রনয় কান্তি দাস- সিভিল সার্জন, জামালপুর এবং ডা. মো: মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, জামালপুর, ডা. সাজেদা ই জান্নাত তনু, বিশিষ্ট গাইনোকোলোজিস্ট ও স্বাচিপের সাধারণ সম্পাদক জামালপুর, প্যানেল এক্সপার্ট ডা. রায়হান রোতাপ খান,সহযোগী অধ্যাপক মেডিসিন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এবং ইউনাইটেড হসপিটালের সহযোগী প্রতিষ্ঠান এম এ রশীদ হসপিটালের হেড অব অপারেশনস এম এ জলিল খান ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ। সেমিনারে বক্তারা জানান বাংলাদেশের বিভিন্ন ঔষধ কোম্পানি এন্টি আলসার ও রিফ্লাক্স ম্যানেজমেন্ট এর জন্য বিভিন্ন প্রিপারেশনের ঔষধ বাজারজাত করে আসছে। বাংলাদেশের রোগীদের অধিকতর সুবিধা প্রদানে এস কে এফ নতুন প্রজন্মের ঔষধ `ভিনি’ নিয়ে এসেছে। তারা ঔষধ টির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন! এম এ রশীদ হসপিটালের হেড অব অপারেশন এম এ জলিল খান,এম এ রশীদ হসপিটাল জামালপুরবাসীর সুচিকিৎসার জন্য আশীর্বাদ স্বরুপ উল্লেখ করে বলেন, ইতোমধ্যে এই হসপিটালে প্রায় ৪০,০০০ রোগী চিকিৎসা নিয়েছেন এবং তারা সুস্থ আছেন। এতদাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা দিতে এম এ রশীদ হসপিটাল কেবল চিকিৎসা সেবাই দিচ্ছে না, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন রোগব্যাধি বিষয়ে গণ সচেতনতা তৈরিতে সামাজিক উদ্যােগ গ্রহন করেছে। এখানে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম চালু রয়েছে। দেশের স্বনামধন্য ডাক্তারদের একটি সুদক্ষ টীম এখানে দিন রাত চিকিৎসা সেবা দিচ্ছেন, যে সকল সেবা গ্রহনের জন্য আগে ঢাকা বা ময়মনসিংহ যাবার প্রয়োজন পড়ত, এখন জামালপুরেই সে সকল সেবা নিশ্চিত করা হয়েছে। এখানে অভিজ্ঞ সার্জন ও মেডিসিন, গাইনী ও পিডিয়াট্রিক্স বিশেষজ্ঞের সমন্বয়ে বিভিন্ন রোগের সুচিকিৎসার সমন্বিত ব্যাবস্থাপনা রয়েছে। ২৪ ঘন্টা ইইমার্জেন্সি সহ ICU, NICU, CCU সুবিধা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা.মো মাহমুদুল হাসান বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. মো শামছুল আলম টুকু- মেডিসিন বিশেষজ্ঞ, ডা. ফাখরিয়া ইসলাম, বিশিষ্ট গাইনোকলোজিস্ট এছাড়াও এম এ রশীদ হসপিটালের সকল বিভাগের ডাক্তারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এস এক এফ ফার্মাসিউটিক্যালস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।