• সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে এম শুভ পাঠানের নেতৃত্বে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে জ্বনদ্বীপ নিউজের মতবিনিময় সভা ভঙুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছেন অন্তর্বর্তীকালীন সরকার – জামালপুর সচিব সাইফুল্লাহ পান্না জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে মহান মে দিবস পালিত  জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে বিডব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২ এর ব্লক প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত  ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জামালপুর জেলা মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে ‘গার্ড অব অনার’ প্রদান বকশীগঞ্জে বন্যার সতর্ক বার্তা ও ঝুঁকি  ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৭ম পর্বে ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ

মোঃ আহসান হাবীব লিটু ,রাজিবপুর, কুড়িগ্রামঃ

প্রতিবছরের মতো এবারের শীতেও ইয়ং ইনোভেটরস বাংলাদেশ সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ঢাকা হতে পরিচালিত হয় এবং এর প্রধান কার্যালয় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় অবস্থিত।

৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৫০০ অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

শীতের তীব্রতা স্বাবলম্বী মানুষদের জন্য সুখের আভাস নিয়ে এলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শীত কঠিন সময়ের প্রতিরূপ । সমাজের পিছিয়ে পড়া মানুষদের অসহায়ত্ব লাগবে এবং শীতের তীব্রতার মাঝে কিছুটা হলেও উষ্ণতার ছোঁয়া দিতে ইয়ং ইনোভেটরস বাংলাদেশ বরাবরের মতো তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উপজেলাটির অন্যান্য বাসিন্দাদের পাশাপাশি এবারের আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে সাঁওতাল পাড়া গ্রামের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষদেরকেও, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার এক অসাধারণ উদাহরণ তৈরি করেছে।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আরাফাত তপু, প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ নুর নবী, স্বেচ্ছাসেবী সাগর, আমির, আলমগীর প্রমুখ।

সংবাদ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার মুখপাত্র পত্রিকার রাজিবপুর উপজেলা প্রতিনিধি মোঃ আহসান হাবীব লিটু।

আয়োজকদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ নুর নবী এ বিষয়ে বলেন, “২০১৮ সাল থেকে আমাদের এই প্রজেক্টটি একটি সিগনেচার প্রজেক্ট হিসেবে চলে আসছে। প্রতিবছরই আমরা দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যা এবার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। আমরা সাঁওতাল জনগোষ্ঠীকে এই শীতবস্ত্র বিতরণ প্রজেক্টের অধীনে সাহায্য করতে পেরেছি এটি আমাদের জন্য গর্বের। একইসাথে নিজেদের উদ্যোগে ৫০০ পরিবারের পাশে দাঁড়ানো এটি সত্যিই আনন্দদায়ক। ”

সংগঠনটির প্রতিষ্ঠাতা আরাফাত তপু বলেন, “এবছরের শুরুটাই আমরা খুব ভালো একটি কাজের মাধ্যমে করলাম অনেক বড় পরিসরে। আমাদের লক্ষ্য এ বছর আরো বড় পরিসরে সহযোগিতার ব্যবস্থা করা যাতে করে কিছু পরিবারকে আমরা স্বাবলম্বী করতে পারি। আমাদের পরবর্তী উদ্যোগেই আমরা পরিবারের আয়ের উৎস তৈরি করা নিয়ে কাজ করতে পারবো বলে আশা করছি। আর আমাদের সকল প্রজেক্টে যারা আর্থিক সহ বিভিন্নভাবে পাশে থেকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।”

উল্লেখ্য যে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই যুব উন্নয়ন, সামাজিক মূল্যবোধ সৃষ্টি, জনসচেতনতা এবং অসহায়-দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যার একটি অংশ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। চলতি বছরে সংগঠনটি দিনাজপুরে তাদের সেচ্ছাসেবীদের মাধ্যমে পাঁচ’শত শীতবস্ত্র বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।