• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন  বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা

দেওয়ানগঞ্জের  দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী সাপের কামড়ে মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামাল পুর )প্রতিনিধি
 রবিবার  জামালপুর দেওয়ানগঞ্জের  দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী সাপের কামড়ে মৃত্যু বরণ করেছে বলে জানা গেছে । মৃত ছাত্রীর নাম রেনুকা বয়স ১৮ বছর  পিতার নাম সাজু  ।বাড়ি উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর গ্রামে। সে  দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ।
 পারিবারিক সূত্রে জানা গেছে সকাল  সাড়ে দশটার দিকে সে কলেজে যাওয়ার জন্য বের হয়ে পাট ক্ষেতের আইল দিয়ে  রাস্তা অতিক্রম  করার সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয় । আশেপাশের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রাথমিকভাবে কবিরাজি চিকিৎসা করানোর পরে সেখান থেকে পরবর্তীতে তাকে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 হাসপাতালে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করেছে বলে দাবী করেছে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহজাবিন রশিদ ।
 চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুজ্জামান সেলিম খান  বলেন রেনুকা নামে ছাত্রীটি আজ সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল  । সে  তার  ছোট বোনদের  সেই কলেজে দ্বাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত খোঁজ  খবর নেওয়ার জন্যই কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছিল  ।পথিমধ্যে পাট ক্ষেতের আইল দিয়ে রাস্তা অতিক্রম করার সময় সে সাপের কামড়ের শিকার হয় । পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
তিনি বলেন আমি সেখানে গিয়েছিলাম  মৃত পরিবারকে  আর্থিক সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া  স্যার কে  বিষয়টি অবহিত করেছি।  বাদ মাগরিব জানাজা শেষে মারকাজ মসজিদের পাশের গোরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।