• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আধুনিক ও সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন জামালপুর গড়তে সকলের সহযোগীতা চাই- নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে আমদানি বন্ধ থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার! জামালপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, মরদেহ নিয়ে প্রেসক্লাবে স্বজনরা! বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জামালপুরে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সাকিব আলীর সুচিকিৎসা না পাওয়ার  অভিযোগ জামালপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন জামালপুরে মানবাধিকার বিষয়ক সভা সর্ব মহলে প্রশংসা রৌমারীরতে ৩৫ বিজিবি ও ছাত্র-জনতা রাস্তা সংস্কার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে মৃত পুলিশ পরিদর্শক করোন আক্রান্ত ছিলেন   

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামে কর্মরত পুলিশ পরিদর্শক(সশস্ত্র) আব্দুল জলিল সরদার(৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছিলেন।
মঙ্গলবার ৯ জুন তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এই পুলিশ পরিদর্শক।আজ বুধবার নওগাঁতে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।
আব্দুল জলিল সরদারের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।তিনি আরও জানান, গত ৩১ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার(৯জুন) রাতে তার করোনা আক্রান্তের রিপোর্ট আমাদের কাছে আসে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মেনহাজুল আলম জানান, পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার সর্দি ও জ্বরে আক্রান্ত হলে গত ৩১ মে নমুনা সংগ্রহ করে তাকে পুলিশ লাইন কোয়ার্টারে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ বোধ করলে বগুড়ায় তার পরিবারের কাছে যেতে ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে রোববার (৭জুন) পুলিশ বিভাগের অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ায় তার পরিবারের কাছে পাঠানো।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার কিছুটা অসুস্থবোধ করলে তাকে বগুড়া মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৯জুন) দুপুর ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হার্টের ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল।মৃত্যুর আগে নিশ্চিত হওয়া যায় নি তিনি করেনা ভাইরাসে সংক্রমিত হয়েছিল কি না।মৃত্যুর পর মঙ্গলবার রাতেই তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়।
আব্দুল জলিল সরদারের মৃত্যুর ঘটনার পুলিশ মহাপরিদর্শক এবং কুড়িগ্রাম পুলিশ সুপার ও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করছেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে কুড়িগ্রামে এ পর্যন্ত মোট ৯১জন করোনায় আক্রান্ত হয়েছে।সুস্থ হয়েছে ৫৭জন, মৃত্যু হয়েছে একজনের এবং ৩৩ জন চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।